আপনার Symphony W72 তে CWM ইন্সটল করুন

CWM কি?
cwm এর সম্পুর্ন অর্থ Clock Work Mod recovery. এটি একটি কাস্টম রিকভারি।
অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেম, ডাটা ইত্যাদি সবকিছুর ব্যাকআপ রাখতে, রম ইন্সটল দিতে এটি খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া rooted ফোন ব্রিক(software malfunction) হয়ে গেলে তা নিজে নিজে ঠিক করতে cwm খুবই কাজের।
এক কথায় সব rooted user দের জন্য cwm খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক........

কোনোরুপ সমস্যার জন্য আমি দায়ী থাকব না। নিজের দায়িত্বে করবেন......

ধাপসমূহঃ
১। নিচের ফাইল গুলো download করুন,
         i) Recovery image
        ii) Mobile Uncle Toolbox
২। আপনার ফোনটি অবশ্যই Rooted হতে হবে। Root করার জন্য আগের post টি দেখুন।
৩। Recovery image ফাইলটি sdcard -এ রাখুন। (কোনো ফোল্ডারে নয়)
৪। Mobile Uncle Toolbox ইন্সটল করে ওপেন করুন।
৫। Root access দিন।
৬। Recovery Update সিলেক্ট করুন।
৭। Recovery image টি show করবে, এটি সিলেক্ট করুন, confirm করুন। Recovery তে Reboot করুন।

ঠিক মতো সবকিছু করলে CWM চালু হবে। আর হ্যা, phone এর backup রাখতে ভুলবেন না।

Post a Comment