১ম স্টেপঃ
প্রথমেই নিচের সবগুলো ফাইল ডাউনলোড করে নিন :
১. USB Driver
২. vcom Driver
৩. SP Flash Tool
৪. fly IQ446 stock ROM
২য় স্টেপঃ
যা যা করতে হবে :
১. প্রথমে USB Driver ইন্সটল করে নিন ।।
২. vcom Driver, SP Flash tool, fly IQ446 stock ROM এক্সট্রাক করে নিন ।।
৩. মোবাইলটি পিসির সাথে connect করে vcom driver ইন্সটল করুন ।। কোন usb option চালু করবেন না ।।
৪. ইন্সটল হয়ে গেলে USB Disconnect করে নিন ।।
৫. SP Flash Tool ফোল্ডারের থেকে sp tool.exe ওপেন করুন ।।
৬. Scatter-loading এ ক্লিক করে fly stock rom এর ফোল্ডার থেকে MT6589_Android_scatter_emmc.text ফাইলটি সিলেক্ট করুন ।।
৭. এবার দেখুন sp tool এর নিচে সব গুলো option টিক দেওয়া আছে কি না । না থাকলে সব গুলো option টিক দিয়ে দিন
৮. Firmware->Upgrade এ ক্লিক করুন ।
৯. মোবাইলের ব্যাটারি খুলে ফেলুন আর USB cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন ।।
১০. সবকিছু ঠিক মত করলে অটো ফ্ল্যাশ শুরু হবে ।।
১১. ঠিক মত ফ্ল্যাশ হয়ে গেলে সবুজ গোল সিগন্যাল দেখাবে ।।
১২. এবার sp tool ভাল ভাবে close করে usb ডিসকানেক্ট করুন ।
১২. ফোন on করুন । প্রথম অবস্থায় মোবাইল চালু হতে ৫/৬ মিনিটের মত সময় নিবে ।
সতর্কবার্তা :
১. স্টেপ বাই স্টেপ কাজ করুন ।। ভুলেও আগে পরে করবেন না ।।
২. যারা পুরাতন W125 (১৪/১৫ হাজার টাকা দামের টা) ব্যাবহার করেন তারা fly রম ফ্লাশ করবেন, আর যারা নতুন W125 (১১/১২ হাজার টাকা দামের টা) চালান তারা xolo stock rom ফ্লাশ করবেন। XOLO Stock ROM
৩য় স্টেপঃ
১. এবার Symphony W125 root করে নিন । রুট করুন সিম্ফনি ডব্লিউ ১২৫ !!!!
২. TWRP ডাউনলোড করুন
৩. Mobileuncle MTK Tools দিয়ে TWRP ইন্সটল করুন ।।
সব কাজ শেষ ।। এবার যে কাস্টম রম ইন্সটল করবেন তা ডাউনলোড করে SD card এ রাখুন এবং TWRP দিয়ে ফ্লাশ করুন ।।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ।।
Post a Comment